সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের বহিষ্কার প্রত্যাহার ভুয়া বিজ্ঞপ্তি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ২০:৩৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনের বহিষ্কার আদেশের বিজ্ঞপ্তি ভুয়া বলে উল্লেখ করা হয়েছে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তি সোমবার বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। 

এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গত ২০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। এ পোস্ট করা বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত। 

উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। গত ২০ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি সংশোধনী প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এ  বিজ্ঞপ্তিতে মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ শাজাহান ও সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনের বহিষ্কার প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়। তবে এই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। ওই ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, জেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি কেন্দ্রে আবেদন করা হয়েছিল এবং পরে বহিষ্কার প্রত্যাহার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া কি না সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে ওই ইউপি চেয়ারম্যান বিএনপি সদস্য জাতীয় ও স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৩ সালের ২৮ নভেম্বর তাকে বহিষ্কার করে জেলা বিএনপি। 

এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান আলোকিত বাংলাদেশকে বলেন, ইতিপূর্বে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রচারিত বিজ্ঞপ্তি ভুয়া বলে তিনি উল্লেখ করেন।