সাতক্ষীরায় ক্ষতিকারক জেলি পুশকৃত চিংড়ি জব্দ, আটক ২
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৮:১০ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা'র শ্যামনগরে ক্ষতিকারক জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ করেছে সেনাবাহিনী। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
পরে আটককৃতদের শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযুক্তদের ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের খাগড়াঘাট গ্রামের আতাউরের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলেন গুমানতলী গ্রামের কাওছার মোড়লের ছেলে মো:আতাউর মোড়ল ও শওকত মোল্লা মেয়ে ছামিয়া বেগম।
কালিগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মো. নাহিদ হোসেনের নেতৃত্বে অভিযানে ২১০ কেজি ক্ষতিকারক জেলি পুশকৃত বাগদা, গলদা ও হরিনা চিংড়ি জব্দ করা হয়। এছাড়া সেখান থেকে জেলি পুশ করার সরঞ্জাম সিরিঞ্জ, জেলি মেডিসিনসহ বিভিন্ন আলামত জব্দ করে। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। জব্দকৃত চিংড়ী আগুনে জ্বালিয়ে বিনষ্ট করা হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।