সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ২০:২৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল নামকস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মাদক কারবারি খোকন মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। 

খোকন নোয়াখালীর সুধারাম উপজেলার চর ষোলকিয়া গ্রামের মৃত মোজাফ্ফর আহম্মেদের ছেলে। র‌্যাব -১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উল্লিখিত স্থানে অভিযান চালানো হয়। এ অভিযানে ৩ হাজার ৯৭৬ পিচ ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ১২৫ টাকা জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।