নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৯ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষে নোয়াখালীতে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নোয়াখালী জেলা জজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা দায়রা জজ আদালতের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারিক, নারী ও শিশু আদালত-২ এর বিচারক ফাতেমা ফেরদৌস, জেলা প্রশাসক মোহাম্মদ ঈসমাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু তৌহিদ আরিফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হোসাইন বুলবুল, পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহাদাত হোসেন, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, আকবর হোসেনসহ শতাধিক আইনজীবী, সাংবাদিক এবং অন্যান্য পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের সবস্তরের মানুষকে বিনামূল্যে আইনি সেবা পাওয়ার ব্যাপারে উৎসাহিত করেন। পরে দিবসটি উপলক্ষে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে পুরস্কৃত করা হয়।