কটিয়াদীতে বজ্রপাতে জেলে নিহত

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ২০:৪৫ | অনলাইন সংস্করণ

  কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদীতে বজ্রপাতে নিহত জেলে শাহজাহান

কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রপাতে মো. শাহজাহান (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বিল বাগহাটা (হরিবিল) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও স্বজনরা। নিহত শাহজাহান মুমুরদিয়া ইউনিয়নের ধনকিপাড়া গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

প্রতিবেশী ও ধনকীপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোকাররম হোসেন লিটন জানান, শাহজাহান পেশায় একজন জেলে ও অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি বিল বাগহাটায় কুইছা মাছ ধরতে গিয়েছিলেন।

সারাদিন বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন। সন্ধ্যায় হরিবিলে কুইছা মাছ ধরার চাইয়ের পাশে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। রাতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।