ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে নিখোঁজ রিকশাচালকের ম'রদেহ উদ্ধার

কিশোরগঞ্জে নিখোঁজ রিকশাচালকের ম'রদেহ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জে নিখোঁজের একদিন পর রক্তাক্ত অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে করিমগঞ্জ পৌর এলাকার ব্যাপারিপাড়ার একটি ভুট্টাক্ষেত থেকে ওই রিকশাচালকের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকশাচালকের নাম মো. ইয়াসিন (২১)। তিনি পৌর এলাকার চরপাড়া গ্রামের সারজুল মিয়ার ছেলে।

স্বজনেরা জানায়, গতকাল রোববার দুপুরে বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেননি ইয়াসিন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে, গভীর রাতে বেপারিপাড়া মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাটারিচালিত রিকশা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ওই রিকশাটি থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, এ রিকশাটি ইয়াসিনের।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর ভুট্টাক্ষেত থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলের আশপাশে নানা ধরনের মাদক ছড়িয়ে ছিটিয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ দল রিকশাচালক ইয়াসিনকে মাদকের আড্ডা বসিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

ওসি আরও বলেন "মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।"

নিখোঁজ,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত