ঈশ্বরদীতে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৩:১৭ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে বাদশা নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উমিরপুর রেললাইনের ওপর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাদশা (৫০) পাকশী ইউনিয়নের ইপিজেড মোড় এলাকার দেলোয়ার হোসেন প্রামানিকের ছেলে। তিনি পাকশী ইপিজেড রোডের মিঠুন স্টোরের মালিক ছিলেন ।
নিহতের ছেলে মিঠুন জানান, তার বাবাকে ইপিজেড মোড় মুদি দোকান থেকে কে বা কারা ডেকে নেয়। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে তার বাবা বাড়িতে ফোন করে জানান, তাকে চোখ বাধা অবস্থায় কে বা কারা অটোতে কোথায় যেন নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করি। থানা থেকে আসার পথে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। এক পর্যায়ে একজন বলে রেললাইনের পাশে একটি মোবাইলে আলো জ্বলছে, সেখানে গিয়ে দেখতে পাই আমার বাবার গলাকাটা লাশ।
তিনি আরও জানান, হয়ত দুর্বৃত্তরা আমার বাবাকে অপহরণের পর হত্যা করে রেললাইনের ওপর ফেলে রেখে যায়। বাবা মুদি দোকানের পাশাপাশি জমি কেনা-বেচা করতেন নিয়মিত।
ঈশ্বরদী জিআরপি থানার ওসি জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে।