রাজবাড়ীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৫ গণপরিবহনকে জরিমানা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ

  কামাল হোসেন, রাজবাড়ী

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি গণপরিবহন থেকে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। একইসঙ্গে ৫টি পরিবহনের চালকদের কাছ থেকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযান চলাকালে শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। অভিযানকে সহযোগিতা করে রাজবাড়ী জেলা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল জানান, শব্দদূষণ একটি মারাত্মক পরিবেশগত সমস্যা। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে যাতে করে পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষা নিশ্চিত করা যায়।