সখীপুরে ১২ বছরের শিশু বলাৎকারের শিকার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১৮:০০ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে ১২ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় সখীপুর থানায় মামলা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ছোট মৌশা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু জানায়, ওই গ্রামের গনি সিকদারের ছেলে চাঁন মিয়া ওই শিশুর মুখ চেপে ধরে স্থানীয় জঙ্গলে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। ভয়ে ওই শিশু কাউকে ঘটনাটি জানায়নি। হঠাৎ সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তার মাকে বিস্তারিত খুলে বললে এ ঘটনার জানাজানি হয়। 

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ ও ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। 

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মঙ্গলবার অভিযুক্ত চাঁন মিয়াকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। 

সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।