সিরাজগঞ্জে অসময়ে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে যমুনার তীরবর্তী বিভিন্নস্থানে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যেই বেশকিছু বসতবাড়ি ও জায়গাজমি নদীগর্ভে বিলীন হয়েছে। এ নিয়ে যমুনা পাড়ের মানুষের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উজানের ঢলে সপ্তাহ ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বিভিন্ন পয়েন্টে কিছুটা বৃদ্ধি পেয়েছে। অসময়ে এ পানি বৃদ্ধির কারণে যমুনা নদীর তীরবর্তী চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ ভাঙন দেখা দিয়েছে এবং বেশ কিছু বসতবাড়ি ও জায়গাজমি বিলীন ও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা ভাটপিয়ারি চর এলাকার ভাঙন প্রতিরোধে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবারো চরাঞ্চলের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। তবে যমুনার তীরবর্তী কোথাও ভয়াবহ ভাঙন নেই। আরও ২/১ সপ্তাহ যমুনায় কিছুটা পানি বাড়তে পারে। এতে যমুনা পাড়ের মানুষের দুশ্চিন্তার কিছু নেই। অবশ্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সতর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।