শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

প্রকাশ : ০১ মে ২০২৫, ১৬:৩৪ | অনলাইন সংস্করণ

  জেলা প্রতিনিধি শেরপুর

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা বানু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে নলকূপে পানি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত তারা বানু সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দী গ্রামের কাজীমদ্দীর (৮০) স্ত্রী। তার দুই ছেলে রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নলকূপে পানি নিতে যান তারা বানু। সেই নলকূপে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি পানি নেওয়ার জন্য নলকূপে চাপ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মাটিতে পড়ে যান। পরে তার স্বামী তাকে মৃত অবস্থায় দেখতে পান। 

নিহতের ভাই দুলাল মিয়া জানান, নিহতের লাশ তারাকান্দী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।