তাড়াইলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে জরিমানা
প্রকাশ : ০২ মে ২০২৫, ১৬:৪৯ | অনলাইন সংস্করণ
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরের (ভেকু) সহ ৪টি ব্যাটারি জব্দ করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) পূর্ব জাওয়ার গ্রামের মৃত হোসাইন আহমেদ এর ছেলে সারোয়ার হোসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরেরদিন বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাবেল উদ্দিন হিজলজানি জলমহাল ও তার আশপাশে গিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ সালের ১৫ এর ধারা মোতাবেক অভিযান চালিয়ে ভূমিদস্যু আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে আরিফ ভুইঁয়াকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাবেল উদ্দিন বলেন, হিজলজানি জলমহাল ও আশপাশের কৃষি জমি থেকে একটি ভূমিদস্যু চক্র দিনে-রাতে মাটি কেটে বিক্রি করছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ভূমিদস্যু আরিফ ভুইঁয়াকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটরের (ভেকু) সহ ৪টি ব্যাটারি জব্দ করা হয়। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান।