কিশোরগঞ্জের কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের জালালপুর গ্রামের ফরিদ ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশ শনিবার রাতেই অভিযান চালিয়ে আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, লিটনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। তবে কটিয়াদী থানায় তার নামে কোনো মামলা নেই।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।” রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।