সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ভিক্ষুকের মৃত্যু

প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বটতলা মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ভিক্ষুকের (৫৫) মৃত্যু হয়েছে। 

তবে এখনও ওই হতভাগ্য ভিক্ষুকের পরিচয় পাওয়া যায়নি। জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত ভিক্ষুক দীর্ঘদিন ধরে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করে আসছিল। সে ওই রেল স্টেশন এলাকায় পরিচিত মুখ হলেও তার নাম ও ঠিকানা কেউ বলতে পারে না। 

রোববার সন্ধ্যা রাতে সে উল্লিখিত স্থানে ঘোরাফেরা করছিল। এ সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। 

পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে এবং সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে তার লাশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।