ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ৩ শিক্ষার্থীর মৃত্যু

স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ৩ শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নবম শ্রেণীর তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরটেকী নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) এবং বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। নিহতরা চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় চরটেকী নামাপাড়া এলাকায় পৌঁছলে ঝড়বৃষ্টির কবলে পড়েন তিন স্কুল শিক্ষার্থী। এসময় ঝড়ের সাথে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হন ওই তিন জন। পরে, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বজ্রপাত,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত