সিরাজগঞ্জে একযোগে ৫ থানার ওসি বদলি

প্রকাশ : ০৬ মে ২০২৫, ২০:৩৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের ৫ থানার ওসিকে বদলি করা হয়েছে। একযোগে এ বদলি নিয়ে পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবিরকে সলঙ্গা থানায় এবং সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমানকে সিরাজগঞ্জ সদর থানায় ও যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলামকে এনায়েতপুর থানায় বদলি করা হয়েছে। 

এছাড়া রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ও এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানিকে ওআর সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বদলি করা হয়েছে। পুলিশ সুপার ফারুক হোসেন সোমবার রাতে তাদের এই বদলির আদেশ দেন। 

এদিকে রায়গঞ্জ ও যমুনা সেতু পশ্চিম থানার ওসির পদ শীঘ্রই পূরণ করা হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।