ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে জোড়া খুনের মামলার আসামীর ৫ দিনের রিমান্ড 

চট্টগ্রামে জোড়া খুনের মামলার আসামীর ৫ দিনের রিমান্ড 

নগরীর চকবাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো.হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৭ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

মো.হাসান (৩৭) নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো.আলমের ছেলে।

এর আগে ২ মে রাতে নোয়াখালীর হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে মো.হাসানকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, জোড়া খুন মামলার আসামি মো.হাসানকে জিজ্ঞাসাবাদ করা জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

আদালত আসামির উপস্থিতিতে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মোট ১৩ জন সন্ত্রাসী ৬টি মোটরসাইকেল ব্যবহার করে এই পরিকল্পিত হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল বোয়াজিদ বোস্তামি এলাকার তালিকাভুক্ত অপরাধী সরওয়ার হোসেন বাবলা, যিনি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান।

রিমান্ড,খুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত