নোয়াখালীতে জামায়াত নেতা আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১০:৫৭ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি, ফ্যাসিস্ট আমলে ছাত্রশিবিরসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এবং জুলাই গণহত্যা ও সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নোয়াখালী শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছাত্রনেতা হাবিবুর রহমান আরমান এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম, নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদুল ইসলাম, নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসূল ফুহাদ প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মজলুম জননেতা নেতা এটিএম আজহার ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। মুক্তি না দেওয়া পর্যন্ত ইসলামী ছাত্রশিবির রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে।"
তারা আরো বলেন ২০২৪ সালের ৫ই আগস্ট যে ঐতিহাসিক জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল, তার ঘোষণাপত্র রাষ্ট্রের পক্ষ থেকে অবিলম্বে প্রকাশ করতে হবে এবং সেই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে।