ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে শিগগিরই বাজারে আসছে লিচু

দিনাজপুরে শিগগিরই বাজারে আসছে লিচু

লিচুর ‘রাজধানী’ হিসেবে পরিচিত দিনাজপুরের লিচুর বাগানগুলোতে গাছে গাছে ঝুলছে গুটি। আর কিছুদিন (দুই সপ্তাহ) পরই বাজারে আসবে লাল-গোলাপী টসটসে লিচু। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলেও এবার জাতভেদে লিচুর ফলন কিছুটা কম হবে বলে মনে করছেন লিচুচাষিরা। মাদ্রাজি জাতের লিচুতে ফলন মোটামুটি ভালো হলেও চাষিরা হতাশ বোম্বে লিচুতে। এছাড়াও এলাকাভেদে ফলনের তারতম্য রয়েছে বলে জানান তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দিনাজপুর জেলায় ৫ হাজার ৫২০ হেক্টর জমিতে লিচুর বাগান আছে ৯ হাজার ৯৮টি। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৬২৮ মেট্রিকটন। জেলায় সবচেয়ে বেশি ৩ হাজার ২২৩ হেক্টর জমিতে বাগান আছে বোম্বাই জাতের লিচুর। এছাড়াও মাদ্রাজি ১ হাজার ১১৭ হেক্টরে, চায়না-থ্রি ৮০৫ হেক্টরে, বেদানা ৩১৮ হেক্টরে, কাঁঠালি ৫৬ হেক্টরে এবং মোজাফফরি লিচুর বাগান আছে এক হেক্টর জমিতে। আর বসতবাড়ির উঠানসহ বাগানগুলোতে সাত লক্ষাধিক লিচু গাছ রয়েছে।

দিনাজপুরের বিভিন্ন লিচু বাগান ঘুরে দেখা যায়, গাছ এবং ফলের শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। লম্বা পাইপ দিয়ে কীটনাশক ছিটানো হচ্ছে। বিগত বারো দিনে এ জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় এবার লিচুর গুরুত্বপূর্ণ সময়ে সেচের প্রয়োজন পড়ছে না। চাষিরা বলছেন, এখন পর্যন্ত অনুকূল আবহাওয়া থাকায় তারা ভারমুক্ত আছেন।

কিছু কিছু এলাকায় গাছে ফলন কম দেখা দিলেও কালবৈশাখী ঝড় কিংবা মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত না হলে যে পরিমাণ ফলন এসেছে তাতে ঝরে পড়ার হার কমবে।

লিচুচাষি জিয়াউর রহমান জানান, বাগানে পোকামাকড় দমনে কীটনাশক ছিটাচ্ছিলেন। গত তিন বছর বাগান চুক্তি দিয়েছিলেন এবার নিজে করছেন। গত মৌসুমে মাত্র কয়েকটি গাছে ফলন আসে। তবে এবার প্রায় সব গাছে ফলন আসছে। গুটির আকারও বেশ বড় হয়েছে। ধারণা করছেন এবার প্রতিটি গাছে গড়ে সাড়ে তিন হাজার পিস পর্যন্ত লিচু পাবেন।

বাজার,লিচু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত