পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, শেষ রক্ষা হয়নি ইউপি সদস্যের
প্রকাশ : ১২ মে ২০২৫, ১৯:৫৮ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

কক্সবাজার সদরের খুরুশকুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুকুরে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি এক ইউপি সদস্যের। নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক বাবুলকে শেষ পর্যন্ত গ্রেফতার করে পুলিশ।
সোমবার (১২ মে) দুপুরে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযানে অংশ নেয়া কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, গ্রেপ্তার হওয়া আবু বক্কর সিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় মৃত আমির হামজার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক ছিলেন।
পুলিশ খবর পেয়ে অভিযান চালালে বাবুল একটি বড় পুকুরে ঝাঁপ দিয়ে পালাতে চেষ্টা করেন। তবে পুকুরের অপর প্রান্তে উঠতেই পুলিশ তাকে আটক করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, তিনি কান্নাজড়িত কণ্ঠে পুলিশকে বলেন—“দুই দিন আগে আমার মা মারা গেছেন, কাল মেজবান আছে। আমাকে এখন না ধরেন ভাই।” তবে পুলিশের হাতে ধরা পড়া ঠেকানো সম্ভব হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, গ্রেফতারের পর তাকে থানায় এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।