সিএজি কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের (ডিসিএ) কার্যালয়ে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ মে) ডিসিএ মোহাম্মদ শাহজাহান, এফসিএস, সিপিএফএ এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
কার্যালয়ের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিশেষ এই কর্মসূচির আওতায় সেবাগ্রহীতারা পাবেন তাৎক্ষণিক ওয়ান স্টপ সার্ভিস। এর আওতায় প্রি-অডিট বিল নিষ্পত্তি, বেতন নির্ধারণ, পেনশন ও পারিবারিক পেনশন সংক্রান্ত সেবা, লাইফ ভেরিফিকেশন, প্রতিবন্ধী পেনশন, জিপিএফ খোলা ও সংশোধনসহ আইবাস-সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
সেবাগ্রহীতারা জানিয়েছেন, ডিসিএ কার্যালয়ের সেবা এখন অনেক দ্রুত ও বন্ধুসুলভ। সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবি শঙ্কর মণ্ডল বলেন, “সমস্যা জানাতেই তৎক্ষণাৎ সমাধানে উদ্যোগ নেওয়া হয়।” অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা বলেন, “এক মিনিটে ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এবং আপ্যায়নও করা হয়েছে — সরকারি অফিসে এমন অভিজ্ঞতা সত্যিই বিরল।”
ডিসিএ মোহাম্মদ শাহজাহান বলেন, “আমরা সারা বছর সিটিজেন চার্টার অনুযায়ী সেবা দিই। তবে এই বিশেষ কর্মসূচি আমাদেরকে নিয়মিত ও আন্তরিক সেবা দিতে অনুপ্রাণিত করবে।”