লালমনিরহাটে ভোকেশনাল প্রশিক্ষণার্থীদের নিয়ে পরামর্শ সভা
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৯:০৮ | অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি

অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে ভোকেশনাল প্রশিক্ষণার্থীদের সাথে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাওছার আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির প্রভাতী প্রকল্পের মার্কেট সুপারভিশন অ্যান্ড লাইভলিহুড অফিসার মনিরুজ্জামান, হিসাবরক্ষক মাহবুবুর রহমান, ইএসডিও’র সিনিয়র কো-অর্ডিনেটর মোহাম্মদ জনি, পার্টিসিপেন্ট সিলেকশন অফিসার শারমিন নাহারসহ ইএসডিওর উন্নয়নকর্মী ও প্রশিক্ষণার্থীরা।
৪৫ দিনের এই ভোকেশনাল প্রশিক্ষণটি এলজিইডি ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর অর্থায়নে বাস্তবায়িত “প্রভাতী প্রকল্প”-এর অংশ। প্রকল্পটি বর্তমানে দ্বিতীয় পর্যায়ের ৬ষ্ঠ ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে।