৭৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৭:০৩ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি

পাবনার আমিনপুর থানার চক আব্দুস শুকুর গ্রাম থেকে প্রায় ৭৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ মে) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মেজর ফারহান উজ জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত রাজু আহম্মেদ ওরফে বাবু (৪৮) ওই গ্রামের মৃত মকছেদ শেখের ছেলে।
মেজর ফারহান উজ জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যা রাতে র্যাব-১২ পাবনা ক্যাম্প ও র্যাব-১০ কুষ্টিয়া ক্যাম্পের একটি যৌথ দল আমিনপুর থানার চক আব্দুস শুকুর গ্রামের রাজু আহম্মেদ ওরফে বাবুর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসত বাড়ির মাটির নীচ থেকে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, পাচার চক্রে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা মূর্তিসহ রাজু আহম্মেদকে আইনগত ব্যবস্থা নিতে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাজু আহম্মেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের উদ্দেশ্যে মূর্তিটি লুকিয়ে রেখেছেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তাফা বলেন, র্যাব বাদী হয়ে মামলা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।