টাঙ্গাইলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

প্রকাশ : ২০ মে ২০২৫, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞানভিত্তিক সেমিনার, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা।

মঙ্গলবার (২০ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেদ মিঞা এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

মেলায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান।

মেলায় টাঙ্গাইল পৌরসভা এবং জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবারের মেলায় মোট ৩৬টি স্টল অংশ নিচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প প্রদর্শন করছে।