অনেক স্থানে ভাঙন শুরু

যমুনা নদীর পানি বাড়ছে, অসময়ে বন্যার আশঙ্কা

প্রকাশ : ২২ মে ২০২৫, ২০:১১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

পাহাড়ি ঢল ও বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় প্রায় ৪২ সে. মিটার পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যেই যমুনার অভ্যন্তরে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। যমুনায় পানি বাড়তে থাকায় অসময়ে বন্যার আশঙ্কা করছে যমুনা পাড়ের মানুষ।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কয়েকদিন ধরে পাহাড়ি ঢল ও বর্ষণে যমুনা নদীর পানি বাড়ছে। এতে যমুনার তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার অভ্যন্তরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এ বর্ষণে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলসহ অনেক স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে এবং সদর উপজেলার ভাটপিয়ার এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে ফসলের জমিসহ বসতবাড়ি নদী গর্ভে বিলীন হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে ব্যবস্থা নিচ্ছে। গত ২৪ ঘন্টায় যমুনায় প্রায় ৪২ সে. মিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ভয়াবহ বন্যার এখন আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।