রাজবাড়ীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৬:৪১ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ফরিদপুরের চর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) ভোর সাড়ে ৬টার দিকে ফরিদপুরের চরশালিপুর গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. রানা (২৪), মালেক শেখের ছেলে ইসমাইল সুজন (২৫), এবং ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার চরশালিপুর গ্রামের শহীদ শেখের ছেলে শেখ নজরুল (৩০)।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ী জেলা জজ আদালতের অফিস সহায়ক সজিব আদালতের রিসেপশনের পাশে মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রেখে অফিসে যান। দুপুর আড়াইটায় ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই। পরে আদালত এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, একজন অজ্ঞাত ব্যক্তি দ্রুত গতিতে মোটরসাইকেলটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে বের হয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশ অভিযান শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানান, পুলিশ সুপার মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায় রাজবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালায়। তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে ফরিদপুর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।