রাজশাহীতে শপিং মল থিম ওমর প্লাজায় আগুন
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৮:১২ | অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো

রাজশাহীর অভিজাত শপিংমল থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২জন আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর নগরীর নিউ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
মার্কেট সংশ্লিষ্টদের দেয়া তথ্য মতে, মার্কেটটির সপ্তম তলায় অবস্থিত ফুড কোর্টের একটি খাবারের দোকানের কিচেন রুম থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
স্থানীয়রা জানান, ফুট কোর্টের দোকানগুলোর সাথে থাকা কিচেন রুমের অব্যবস্থাপনার কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজ করেন এ্যরো স্পুনের স্বত্বাধিকারী। দমকল বাহিনীর ৪ টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর দেয়া তথ্য মতে, আগামীতে এই মার্কেটের অব্যবস্থাপনার বিষয়ে তদারকি করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।