রংপুরে কমিউনিটি চক্ষু হাসপাতালের সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে প্রতিবন্ধী, নারী, দলিত, হরিজন ও আদিবাসীসহ সকল জনগোষ্ঠীর জন্য মানসম্মত চক্ষু সেবা নিশ্চিত করতে এক সমন্বয় সভার আয়োজন করেছে কমিউনিটি চক্ষু হাসপাতাল। বৃহস্পতিবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সাইটসেভার্স-এর অর্থায়ন ও সহায়তায় 'ডিসট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রাম' প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় জেলার ২৯টি সংগঠন ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন। সভাপতিত্ব করেন কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক তুষার কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মনিমুন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মাসুদ রানা।
স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম। উপস্থিত ছিলেন সাইটসেভার্স-এর জেলা সমন্বয়কারী মো. মাসুদ রানা এবং সিডিডি-এর ডিজ্যাবিলিটি ইনক্লুশন অফিসার ইফতিখারুল হাসান।
সভায় বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চক্ষু স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্রিয়ভাবে ক্যাম্প পরিচালনা করতে হবে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে রংপুর জেলায় ব্যাপক চক্ষু ক্যাম্প আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়। এই ক্যাম্পগুলোতে অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি সুরক্ষায় জোর দেওয়া হবে।