সিরাজগঞ্জে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশ : ৩০ মে ২০২৫, ১৮:৪৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদের সভাপতিত্বে শুক্রবার দিনভর দলীয় কার্যালয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষ্যে ভোর ৬টায় জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও দুপুরের দিকে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এছাড়া জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‍্যালিটি পুরাতন শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ করা হয়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, ভিপি অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, নূর কাইযূম সবুজ, মোস্তফা নোমান আলাল, হারুন অর রশিদ খান হাসান, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সেলিম ভূঁইয়া, মুন্সি জাহিদুল আলম, সাবিনা ইয়াসমিন হাসি, এলামা বেগম, ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ, মাওলানা আব্দুর রাজ্জাক, সুমন আহমেদ, নজরুল ইসলাম, বিশা শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে জেলার সবকয়টি উপজেলায় এই দিন উপলক্ষ্যে কর্মসূচি পালিত হয়েছে।