জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে বিএনপি’র নানা কর্মসূচী পালিত

প্রকাশ : ৩০ মে ২০২৫, ২০:০২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচী পালন করছে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠন। শুক্রবার (৩০ মে) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র আয়োজনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সালেকুজ্জামান সালেক, আব্দুস সালাম, সুলতান আলী বুলবুল, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা সালেক, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহনেওয়াজ লেবুসহ অন্যরা।  

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে আওয়ামী লীগের নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। নেতাবিহীন দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি জেড ফোর্স গঠন করেছিলেন। দেশের ক্রান্তিকালে তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে সমৃদ্ধশালী করেছেন। তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন। দেশ থেকে অনিয়ম-দূর্নীতি দূর করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমানের জীবন-দর্শনকে ধারণ করে তার নির্দেশিত পথে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।