আমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

প্রকাশ : ৩১ মে ২০২৫, ২০:৩৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক শিশুকে (৭) আম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার  ঘটনায় একই এলাকার মেঘাই গ্রামের যুবক আঃ মজিদ মিনুর (৩৩) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 

কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ২৫ মে বিকেলে ওই যুবক শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ভূট্টাক্ষেতে নিয়ে যায় এবং তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার ও কান্নাকাটি করলে সে পালিয়ে যায় এবং শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। 

পরবর্তীতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা চেষ্টা করে ওই  যুবক। 

অবশেষে বৃহস্পতিবার বিকেলে ওই শিশুর ভাই বাদী হয়ে মিনুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। 

মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে উল্লেখ করেন ওসি।