রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশ : ০১ জুন ২০২৫, ১৯:৩০ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

“দুধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫।

দিবসটি উপলক্ষে রোববার (১ জুন) সকালে রংপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আয়োজনে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় হয়ে একটি র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.আবু ছাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অতিরিক্ত দায়িত্ব জয়নাল আবেদীন, ডিসিই ডাঃ মোঃ রফিকুল আলম, ডিএফও ডাঃ মোঃ হুরুন অর রশিদ, ডিপিইও ডাঃ মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুধ কেবলমাত্র একটি পুষ্টিসমৃদ্ধ খাদ্য নয়, এটি একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পদ, যা পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ ও মানসম্পন্ন দুগ্ধ উৎপাদনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খামারিদের আধুনিক প্রশিক্ষণ ও প্রণোদনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা শেষে দুগ্ধ খামারে বিশেষ অবদান রাখায় ১২ জন খামারিকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।