ঈশ্বরদীতে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় উপলক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৭:১৩ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

খেলাপি থাকবো না, দেশের বোঝা হবো না। আসুন, খেলাপি ঋণ পরিশোধ করে দায় মুক্ত হই' এই স্লোগানে ঈশ্বরদী সোনালী ব্যাংকের পিএলসি শাখার আয়োজনে ‘বিশেষ ঋণ আদায় কর্মসূচি’ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) ব্যাংক চত্বরে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের ঋণ গ্রহীতা ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন, ব্যাংকের ঈশ্বরদী শাখার এজিএম পদমর্যদা সম্পন্ন ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জিএম খোকন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনার ডিজিএম প্রশান্ত কুমার পাল, ডিজিএম আবুল কালাম আজাদ ও এজিএম আব্দুল কাদির।

গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মো. বকুল হোসেন, মোছা. শোভা খাতুন, মোছা. সুবর্না খাতুন, মো. সোলাইমান আলী প্রমুখ।

সভায় গ্রাহকরা বলেন, ব্যাংকে কর্মী সংকটের কারণে এবং ডিজিটালাইজড সম্পূর্ণরূপে বাস্তবায়ন না হওয়ায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মী নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, নতুন এমডি নিয়োগ হওয়ার পর কম্পিউটারাইজড এবং সকল শাখায় এসি’র ব্যবস্থা করা হচ্ছে। গত ১৭ মে হতে শুরু হওয়া এই ‘বিশেষ ঋণ আদায় কর্মসূচি’ ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে বলে জানা গেছে।