সিরাজগঞ্জে ২১০ বস্তা সরকারি চালসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ : ০২ জুন ২০২৫, ২০:১৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের চরজাজুরিয়া গ্রামের তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ২১০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। 

এঘটনায় মোহাম্মদ আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের রুস্তম আলীর ছেলে। 

চৌহালী থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই গ্রামের শাহজাহান সর্দার, রুস্তম আলী ও জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এ অভিযানে ৩০ কেজি ওজনের ২১০ বস্তা চাল উদ্ধার করা হয় এবং ওই যুবককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া চাল মহিলা অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র ও অসহায় গর্ভবতী নারীদের জন্য বরাদ্দ ছিল। 

এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন ওসি।