চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপিত

প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১২:১৬ | অনলাইন সংস্করণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাসহ জেলার অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় হাজীগঞ্জ উপজেলার সান্দ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী।

পরে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।

এ ছাড়া হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মাওলানা জাকারিয়া চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন।

এ ছাড়া তার অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন।