সিরাজগঞ্জে মিশুক চালক হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১৯:১১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাঞ্চল্যকর মিশুক চালক হত্যা ও ছিনতাই মামলার পলাতক আসামি রমজান আলীকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সে ওই উপজেলার বোয়ালিয়া মধ্যপাড়ার আনোয়ার হোসেন আনুর ছেলে। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২৪ সালের ১৩ অক্টোবর রাতে একই এলাকার চেংটিয়া চান্দুপাড়া গ্রামের মিশুক চালক আব্দুল হাই বাচ্চুকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং তার লাশ ডোবার ভেতর ফেলে রেখে মিশুক গাড়ী ছিনতাই করে নিয়ে যায়। 

এ ব্যাপারে তার স্ত্রী সাজেদা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। এ মামলার পর রমজান আলী পলাতক ছিল। ঈদের দিন সে বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। 

রোববার বিকেলে তাকে আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

জবানবন্দিতে সে জানায়, ৬ জন মিলে ওই মিশুক গাড়ী ভাড়া করে এবং একই এলাকার মধুপুর কবরস্থানের কাছে গেলে সবাই মিলে তাকে শ্বাসরোধে হত্যা করে ও তার হাত পা বেঁধে লাশ ডোবার পানিতে ফেলে দেয় এবং মিশুক গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায় তারা। 

এরআগে এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।