ফরিদগঞ্জের রূপসা থেকে ৯ জুয়াড়ি আটক

প্রকাশ : ১১ জুন ২০২৫, ২০:৩১ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে। বুধবার (১১ জুন) দুপুরে তাদেরকে উপজেলার রূপসা এলাকা থেকে আটক করা হয়।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

আটক জুয়াড়িরা হলেন-ওই এলাকার বাসিন্দা মো. হাফিজ (২৬), সোহাগ (৩২), শাহাদাত হোসেন (২৫), জিল্লুর রহমান (৪৭), মো. আলাউদ্দিন (২৬), মো. শাকিল (৩২), মো. মাসুদ (৪৫), মো. জসিম (৪০) ও বিপুল (৩২)।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তারা জুয়া খেলা নিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্য তাদেরকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে