লালমনিরহাট সীমান্তে সন্দেহভাজন ৭ বাংলাদেশি আটক

প্রকাশ : ১২ জুন ২০২৫, ১৮:০৯ | অনলাইন সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি টহলদল কর্তৃক সীমান্তে সন্দেহভাজন ৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে তাদেরকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম পিএসসি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯২৬/৩ এস হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী নামক স্থান থেকে টহলদলের সদস্যরা বায়দুর রহমান (৪৫),  মাহমুদা (৪০), মাহাবুল (১৫), মজিবর (১৩), জান্নাতী (৯), জাহানারা (৭) ও আসামি (৯ মাস)-কে আটক করে। এরা সবাই একই পরিবারের সদস্য, এদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ধনী রাম এলাকায় বলে জানিয়েছে বিজিবি। পরে তাদের আদিতমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান পুলিশ।