ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান, ফেনসিডিলসহ আটক ২

কুড়িগ্রামে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান, ফেনসিডিলসহ আটক ২

সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত ১৩ জুন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কম্যান্ডারের নেতৃত্বে চৌকস সেনাসদস্য ও স্থানীয় পুলিশ এই অভিযান পরিচালনা করে। এ সময় মো. জাহিদ (৩৫) ও মো. রাজ্জাক (৩৬) নামের দুই মাদক কারাবারিকে আটক করা হয়।

কুড়িগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানিয়েছে, মাদকমুক্ত কুড়িগ্রাম গড়ার লক্ষ্যে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সূত্র আরও জানায়, ফুলবাড়ী উপজেলার কাজীর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ক্রয় ও বিক্রয় চলছিল ও সেখানে মাদকের আসর বসেছে— এমন তথ্য পেয়ে অভিযানটি পরিচালিত হয়।

মাদক কারাবারি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত