রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়াম ভাঙচুর মামলায় গ্রেফতার ৯

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ২১:২৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় রবীন্দ্র কাছারিবাড়ির অডিটোরিয়াম ভাঙচুর মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

গ্রেপ্তারকৃতরা হলেন, একই এলাকার বিএনপি নেতা অধ্যাপক আবু শামিম (৬০), রিমন হোসেন (২৫) সজিব হোসেন (২২), আশিকুর রহমান আরমান (২১), তানভীর হাসান অর্ক (২২), মিলন হোসেন(২৫) ও জুবায়ের হোসেন (২৪)। 

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ৮ জুন শাহনেওয়াজ নামে এক প্রবাসী রবীন্দ্র কাছারিবাড়িতে ঘুরতে গিয়ে পার্কিং ফি নিয়ে এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভেতরে আটকে রেখে মারপিট করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওইদিন রাতেই কাস্টোডিয়ানসহ ৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ করে।  এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে এবং উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা ও জানালা ভাঙচুরের ঘটনা ঘটায়। 

এ ব্যাপারে রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান নির্যাতিত শাহনেওয়াজসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়।  

এ মামলায়  এ পর্যন্ত উল্লিখিত ৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন ওসি।