সিরাজগঞ্জে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ববাজার রেললাইন এলাকা থেকে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ জুন) সকালে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সকালে একজন কৃষক ওই এলাকায় কাজ করতে গিয়ে শপিং ব্যাগে মোড়ানো নবজাতকের অর্ধগলিত লাশ দেখতে পায়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং পুলিশের জোর তদন্ত শুরু হয়েছে বলে উল্লেখ করেন ওসি।