ঢাকা রোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে মা ও শিশু রোগ বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ীতে মা ও শিশু রোগ বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ীতে দিনব্যাপী মা ও শিশু রোগ বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) রেভারেন্ড পল মুন্সীর স্মরণে এ আয়োজন করে সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম রাজবাড়ী।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১০টায় রাজবাড়ী ব্রাঞ্চে এ ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ীর জোনাল ম্যানেজার একরামুল হক।

মেডিকেল সেবা প্রদান করেন রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সাবেক মেডিকেল অফিসার ডা. মো. নেয়ামত উল্লাহ্।

ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীমউর রহমান, বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন রাজবাড়ী ব্রাঞ্চের সহকারী রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম জিয়া মৃধা।

দিনব্যাপী ক্যাম্পে শতাধিক অসহায় মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

মা ও শিশু,মেডিকেল ক্যাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত