সিরাজগঞ্জে ভুয়া পশু চিকিৎসককে জরিমানা
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১৭:৩৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম বাজারে ভুয়া পশু চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা প্রদান করায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বাজারের একটি ওষুধের দোকানে বসে নিবন্ধন ও কোনো বৈধ সনদপত্র ছাড়াই পশু চিকিৎসক পরিচয়ে সেবা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম কোনো ডিগ্রি কিংবা রেজিস্ট্রেশন নেই বলে স্বীকার করেন। এরপর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।।
