সিরাজগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১৭:৪২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারুটিয়া কবরস্থানের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত কবরস্থানের পাশে বৃহস্পতিবার সকালে ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা।
পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং তার নাম পরিচয়ের জন্য পিবিআই পুলিশ তদন্ত শুরু করেছে।
তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অবশ্য স্থানীয়রা বলছে, ওই যুবক ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে এলাকায় পরিচিত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
