সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে যাত্রী নিহত

প্রকাশ : ২০ জুন ২০২৫, ১৮:২৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের সোনামুখী বাজার যাত্রীবাহী বাস উল্টে যাত্রী আয়নাল সেখ (৫৮) নিহত হয়েছে। সে কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের আব্দুল সেখের ছেলে। 

এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছে। কজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে জেনিন পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্লিখিত স্থানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়নাল সেখ নিহত হয় এবং ৫ যাত্রী আহত হয়েছে। 

আহতদের মধ্যে ৪ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।