সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১৭:৩৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে ৫শ’ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি ফাহিমকে (২২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ফাহিম রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর মহিশাবাড়ি এলাকার বাসিন্দা।
ওসি (ডিবি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় শুক্রবার ভোরে এসআই নাজমুলসহ একদল ডিবি পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।