কক্সবাজারে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১৮:৩৯ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় জায়নাল (২৫) নামে এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ভাড়া বাসার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, নিহত জায়নাল কক্সবাজার শহরের কাঁচাবাজারের একজন সবজি ব্যবসায়ী। সকালে তিনি দোকানে কর্মচারীদের পাঠানোর কিছুক্ষণ পরেই তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানান তিনি।