সিরাজগঞ্জে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক স্থান থেকে নারীসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন- উপজেলার নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে কৃষক শহিদুল ইসলাম (৩৫) ও একই এলাকার মহেশ রৌহালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী রিমা খাতুন (৩২)।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কৃষক শহিদুল ইসলাম ঋণগ্রস্ত ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন তিনি। এদিকে একই দিন সকালে স্বামীর সঙ্গে অভিমান করে একই এলাকার ওই নারীও গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।