সিরাজগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলার বড়ইতলি বাসস্ট্যান্ড এলাকায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই উপজেলার আলমপুর পূর্বপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে কলেজছাত্র জীবন (২০) ও মেঘাই গ্রামের মৃত মোকতাল হোসেনের ছেলে দলিল লেখক সোহেল রানা (৪০)।
কাজিপুর থানার ওসি নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার বিকেলে জীবন মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয় এবং সোহেল রানা গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে।