দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভায় কমিটির পুনর্গঠন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৯:৫৮ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা।

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া সম্পাদক আবু হাসান, সদস্য আবু সাঈদ, সদস্য হারুন-অর রশিদ প্রমুখ।

সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ক্লাবের সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুলের ব্যক্তিগত সমস্যার দিক বিবেচনা করে ক্লাবের কার্য্যক্রম গতিশীল ও সাংগঠনিক ভিত মজবুত করার জন্য সকলের সম্মতিতে সাধারন সম্পাদক হিসেবে সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজলকে দায়িত্ব দেয়া হয় এবং ওমর ফারুক মুকুলকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়। এছাড়া ক্লাবের সদস্য সাইফুল ইসলামের সদস্যপদ সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।